বাংলাকে জানুন, বাংলাকে বুঝুন বাংলাদেশের Rangpur Division its my division , ট্রাই করে দেখুন ভাল লাগবে
Rangpur Division
1. DINAJPURhttp:// www.dcdinajpur.gov.bd
2. GAIBANDHA www.dcgaibandha.gov.bd
3. KURIGRAM www.dckurigram.gov.bd
4. LALMONIRHAT www.dclalmonirhat.gov.bd
5. NILPHAMARI www.dcnilphamari.gov.bd
6. PANCHAGARH www.dcpanchagarh.gov.bd
7. RANGPUR www.dcrangpur.gov.bd
Saturday, December 18, 2010
Sunday, December 12, 2010
পাওয়ার পয়েন্টের স্লাইডকে ফ্লাশে রূপান্তর
( For Your office & varsity Doing Work )
Unlimited hindi & english (সংগ্রহে রাখুন কাজে লাগবে)।
Good Night EveryBody
Thursday, December 9, 2010
Unlimited free sms পাঠান যে কোন নাম্বরে কোন রেজিষ্টেশন ছাড়াই।
Monday, November 29, 2010
পেনড্রাইভ ফরমেট না হলে
সব পেন ড্রাইভ কিভাবে ফরমেট করতে হয় তা জানাব।
পদ্ধতি ১:
(১)প্রথমে My computer এ যেয়ে right click করুন।
(২)তারপরে Manage এ ক্লিক করুন।দেখবেন computer Management window
আসবে।
(৩)এবার Diskmanagement এ ক্লিক করুন।
দেখবেন আপনার ড্রাইভ গুলো শো করছে।
(৪)এবার আপনার পেনড্রাইভ সিলেক্ট করে রাইট ক্লিক করুন।
(৫)তারপরে Fomat এ ক্লিক করুন।
পদ্ধতি ২:
(১)প্রথমে স্টাট বাটন থেকে রানে ক্লিক করুন
(২)তারপরে cmd লিখুন
(৩)এবার কমান্ড প্রমপ্টের মধ্যে লিখুন
convert g:/fs:ntfs লিখে ইন্টার চাপুন।
[এখানে g আপনার পেনড্রাইভের ড্রাইভ লেটার]
(৪)এর পরে পেনড্রাইভ নরমাললি ফরমেট করুন ।
পদ্ধতি ৩:
(১)রান অপশনে যেয়ে Regedit লিখুন
(২)তারপরে যান Mycomputer>HKEY_LOCAL_MACHINE>SYSTEM>CurrentControlset>Control>Storage Device Policies
(৩)ডিলেট করুন Storage Device Policies এই অপশনটি।
(৪)তারপর নরমাললি পেনড্রাইভ ফরমেট করুন।
আশা করছি উপরের দেওয়া পদ্ধতি গুলো দিয়ে আপনি আপনার পেনড্রাইভ ফরমেট করতে পারবেন।এর মধ্যে প্রথম দুইটি পদ্ধতি দিয়ে আপনি আপনার পেনড্রাইভ ফরমেট দেওয়ার চেষ্টা করবেন।আর ৩ নং পদ্ধতিটি পেনড্রাইভ রাইট প্রোটেকটেড হয়ে গেলে কাজে লাগে।এরপরও যদি কাজ না হয় তাহলে সেফ মুডে যেয়ে
পেনড্রাইভ ফরমেট দেওয়ার চেষ্টা করবেন তাও যদি না হয়
তাহলে লিনাক্স বা এর কোন ডিষ্ট্রো দিয়ে চেষ্টা করে দেখতে
পারেন।এরপরও যদি না হয় তাহলে আর কি বলব?আপনাদের জানা কোন পদ্ধতি থাকলে জানিয়েন।
তবে পেনড্রাইভ যত ফরমেট না দেওয়া
যায় ততই ভাল।একটু সতর্কতার সাথে ব্যবহার করলে
পেনড্রাইভ ফরমেট দেওয়া লাগবেনা।
মিসড কল অ্যালার্ট
মিসড কল অ্যালার্ট সার্ভিস আসলে কলকে একটা নির্দিষ্ট নাম্বারে ডাইভার্ট করে দেয়। ডাইভার্ট কন্ডিশনটা থাকে "IF UNREACHABLE” ডাইভার্ট টু xxxxxxxxxxx। এখন আপনার কাজ হল, If unreachable এর পরিবর্তে All calls কে ঐ নাম্বারে ডাইভার্ট করা। আমি গ্রামীণের সার্ভিস ব্যবহার করি। এটা 01700006223 তে ডাইভার্ট করে। All calls এই নাম্বারে ডাইভার্ট করতে ডায়াল করুন *002*01700006223# কাজ শেষ। এখন আপনার ফোন চালু থাকলেও কেউ কল করলে বন্ধ পাবে। কিন্তু আপনি সাথে সাথে মিসড কল অ্যালার্ট পাবেন (যেহেতু আপনার মোবাইল চালু আছে)। দরকারী কোন কল হলে সাথে সাথে কলব্যাক করতে পারবেন। আর যার কল তখন রিসিভ করতে চান না সে দেখবে আপনার ফোন বন্ধ! কলব্যাক করা আপনার ইচ্ছা!!!
এটা গ্রামীণের কথা। অন্য অপারেটরের ক্ষেত্রে আপনাকে দেখতে হবে কোন নাম্বারে ডাইভার্ট করা হচ্ছে। চেক করতে ডায়াল করুন *#62# তাহলেই কোন নাম্বারে ডাইভার্ট করা আছে দেখাবে। তারপর আগের মতই *002*xxxxxxxxxxxx#
আপনি চাইলে নাম্বার বিজি থাকলে তখন আসা কলগুলোরও অ্যালার্ট পেতে পারেন! (কল ওয়েটিং চালু না থাকলে)। সেক্ষেত্রে ডায়াল করুন *67*xxxxxxxxxxxxxxxxx# দুটো একসাথেও চালু রাখতে পারেন!
আবার আগের অবস্থায় ফিরতে চাইলে (মানে স্বাভাবিক ভাবে কল রিসিভ করতে চাইলে) প্রথম * এর পরিবর্তে # লিখে একই ভাবে ডায়াল করুন। অর্থাৎ #002*xxxxxxxxxxxx# বা #67*xxxxxxxxxxxxxxxxx#
সূত্র: http://www.somewhereinblog.net/blog/freedom71/29024500
সমরেশ মজুমদারের ৩৩ টি বই
আমার সংগ্রহে সমরেশ মজুমদারের ৩৩টি বই আছে। তাহলে দেরী না করে এখনি ডাউনলোড করুন এখান থেকে http://www.banglabooks.tk/2010/05/downl … books.html
ড্রাইভ লুকানোর একটি বিকল্প পদ্ধতি
যদি আপনার কোন প্রয়োজনীয় ডকুমেন্ট নির্দিষ্ট কোন ড্রাইভে থেকে থাকে তাহলে কিংবা অন্য কোন কারণে (সবার সাথে শেয়ার না করতে চাইলে), আপনি যদি চান যে কোন ড্রাইভই নিমেষের মধ্যেই লুকিয়ে
ফেলে অন্যদের হাত থেকে সুরক্ষিত রাখতে পারেন।
ড্রাইভ লুকিয়ে ফেলার পদ্ধতি (যেমন ধরুন- Registry Editor, Group Policy Editor ব্যবহার করে) কমবেশি আমরা প্রায় সকলেই জানি। কিন্তু আজকে আমি আপনাদের সাথে diskpart এর মাধ্যমে ড্রাইভ লুকানোর পদ্ধতি শেয়ার করব।
নিচে Diskpart এর মাধ্যমে ড্রাইভ লুকানোর পদ্ধতিগুলি পরপর দেওয়া হল :-
১) প্রথমে Diskpart খোলার জন্য Start > Run-এ ক্লিক করুন অথবা, উইন্ডোজ+R চেপে Run এ গিয়ে Diskpart লিখে এন্টার দিন।
২) নিচের ছবির মত একটি ডস উইন্ডো (Diskpart) ওপেন হবে।
৩) ওখানে ড্রাইভের লিস্ট দেখার জন্য list volume লিখে এন্টার দিন।
৪) এবার যে ড্রাইভটি লুকাতে চান সেটি সিলেক্ট করুন।
উদাহরন :- আপনি যদি D ড্রাইভটি লুকাতে চান তাহলে, select volume 2 লিখে এন্টার দিন।
৫) সিলেক্ট করার পর ড্রাইভটি লুকানোর জন্য remove letter drivename লিখে এন্টার দিন।
উদাহরন :- আপনি যদি D ড্রাইভটি লুকাতে চান তাহলে, remove letter D লিখুন।
৬) ব্যস হয়ে গেল।
চেক করে দেখুন, D ড্রাইভটি আর দেখতে পাবেন না। Diskpart D ড্রাইভটিকে মুছে ফেলেছে।
ও হ্যাঁ চিন্তার কিন্তু কোন কারণ নেই, আপনার সমস্ত ডকুমেন্ট নিরাপদে সংরক্ষিত থাকবে।
৭) ড্রাইভ লুকানো তো হল,
এবার পূর্বের অবস্থায় আনতে চাইলে আপনাকে সম্পূর্ণ পদ্ধতিটা আবার অনুসরণ করতে হবে
শুধুমাত্র চতুর্থ ধাপে এসে remove letter এর জায়গায় assign letter বসাতে হবে……ব্যস।
৮) প্রয়োজনে নিচের চিত্রটি অনুসরণ করুন :-
ফেলে অন্যদের হাত থেকে সুরক্ষিত রাখতে পারেন।
ড্রাইভ লুকিয়ে ফেলার পদ্ধতি (যেমন ধরুন- Registry Editor, Group Policy Editor ব্যবহার করে) কমবেশি আমরা প্রায় সকলেই জানি। কিন্তু আজকে আমি আপনাদের সাথে diskpart এর মাধ্যমে ড্রাইভ লুকানোর পদ্ধতি শেয়ার করব।
নিচে Diskpart এর মাধ্যমে ড্রাইভ লুকানোর পদ্ধতিগুলি পরপর দেওয়া হল :-
১) প্রথমে Diskpart খোলার জন্য Start > Run-এ ক্লিক করুন অথবা, উইন্ডোজ+R চেপে Run এ গিয়ে Diskpart লিখে এন্টার দিন।
২) নিচের ছবির মত একটি ডস উইন্ডো (Diskpart) ওপেন হবে।
৩) ওখানে ড্রাইভের লিস্ট দেখার জন্য list volume লিখে এন্টার দিন।
৪) এবার যে ড্রাইভটি লুকাতে চান সেটি সিলেক্ট করুন।
উদাহরন :- আপনি যদি D ড্রাইভটি লুকাতে চান তাহলে, select volume 2 লিখে এন্টার দিন।
৫) সিলেক্ট করার পর ড্রাইভটি লুকানোর জন্য remove letter drivename লিখে এন্টার দিন।
উদাহরন :- আপনি যদি D ড্রাইভটি লুকাতে চান তাহলে, remove letter D লিখুন।
৬) ব্যস হয়ে গেল।
চেক করে দেখুন, D ড্রাইভটি আর দেখতে পাবেন না। Diskpart D ড্রাইভটিকে মুছে ফেলেছে।
ও হ্যাঁ চিন্তার কিন্তু কোন কারণ নেই, আপনার সমস্ত ডকুমেন্ট নিরাপদে সংরক্ষিত থাকবে।
৭) ড্রাইভ লুকানো তো হল,
এবার পূর্বের অবস্থায় আনতে চাইলে আপনাকে সম্পূর্ণ পদ্ধতিটা আবার অনুসরণ করতে হবে
শুধুমাত্র চতুর্থ ধাপে এসে remove letter এর জায়গায় assign letter বসাতে হবে……ব্যস।
৮) প্রয়োজনে নিচের চিত্রটি অনুসরণ করুন :-
Wednesday, November 10, 2010
নিজের ওয়েব সাইট যুক্ত করুন গুগলে
TypingMaster Pro
Wednesday, November 3, 2010
যে কোন অক্ষর বা শব্দকে ছবিতে রুপান্তর করুন
বন্ধুরা, ছবি সাজিয়ে কখনো নিজের নাম লিখেছেন?? অথবা কাউকে জন্মদিনের শুভেচ্ছা পাঠিয়েছেন??? ভাবছেন এত ঝামেলা করে কে করবে। নাহ, কোন ঝামেলার দরকার নেই। আজকে আপনাদেরকে এমন একটা ওয়েব সাইটের ঠিকানা দেব যেখানে গিয়ে আপনি যা লিখবেন তাই ছবিতে কনভার্ট হয়ে যাবে। আর বেশী কিছু ভুমিকা করবনা। তাহলে চলে যান http://www.imagespeller.com/ এ।
বন্ধুরা, ছবি সাজিয়ে কখনো নিজের নাম লিখেছেন?? অথবা কাউকে জন্মদিনের শুভেচ্ছা পাঠিয়েছেন??? ভাবছেন এত ঝামেলা করে কে করবে। নাহ, কোন ঝামেলার দরকার নেই। আজকে আপনাদেরকে এমন একটা ওয়েব সাইটের ঠিকানা দেব যেখানে গিয়ে আপনি যা লিখবেন তাই ছবিতে কনভার্ট হয়ে যাবে। আর বেশী কিছু ভুমিকা করবনা। তাহলে চলে যান http://www.imagespeller.com/ এ।
Friday, October 29, 2010
File hidden
File hidden অন্য পদ্ধতি
** সবাই File/Folder hidden করে, Folder Option এ View Tab থেকে Do not show hidden files and folders Check করে File Hidden করে। আসুন একটু অন্য ভাবে File hidden করি, একটি New Folder তৈরি করে Folder টি Rename করে Alt Press করে 0160 Type করুন এবং Enter দিন দেখবেন Folder এর কোন Name নাই, Folder টি Select করে Right Click করে Properties খুলুন ।এবার Customize Tab-এ Click করুন>ChangeIcon Tab-এ Click করুন, এ Window থেকে 4 নাম্বার লাইন default icon দেখতে পাবেন তার বাম দিকে ১২ টি icon পরে তালার icon এর পরে কিছু সাদা icon দেখতে পাবেন Seclect করে OK ক্লিক করুন। দেখুন Folder টির Icon উধাও।
Folder টি default কোরতে
আপনি জানেন hiden file কোথায, সে স্থানে যান ctrl a চাপুন , ছোট ১টী icon সিলেক্ট হবে ,আর ডেস্কটপ হলে মাউস দিয়ে ড্রগ করুন , Folder টি Open করে Right Click করে Properties খুলুন ।এবার Customize Tab-এ Click করুন>ChangeIcon Tab-এ Click করুন, এ Window Restor default Button এ Click কোরে OK কোরুন। এখন Folder rename কোরুন। **ধন্যবাদ**
** সবাই File/Folder hidden করে, Folder Option এ View Tab থেকে Do not show hidden files and folders Check করে File Hidden করে। আসুন একটু অন্য ভাবে File hidden করি, একটি New Folder তৈরি করে Folder টি Rename করে Alt Press করে 0160 Type করুন এবং Enter দিন দেখবেন Folder এর কোন Name নাই, Folder টি Select করে Right Click করে Properties খুলুন ।এবার Customize Tab-এ Click করুন>ChangeIcon Tab-এ Click করুন, এ Window থেকে 4 নাম্বার লাইন default icon দেখতে পাবেন তার বাম দিকে ১২ টি icon পরে তালার icon এর পরে কিছু সাদা icon দেখতে পাবেন Seclect করে OK ক্লিক করুন। দেখুন Folder টির Icon উধাও।
Folder টি default কোরতে
আপনি জানেন hiden file কোথায, সে স্থানে যান ctrl a চাপুন , ছোট ১টী icon সিলেক্ট হবে ,আর ডেস্কটপ হলে মাউস দিয়ে ড্রগ করুন , Folder টি Open করে Right Click করে Properties খুলুন ।এবার Customize Tab-এ Click করুন>ChangeIcon Tab-এ Click করুন, এ Window Restor default Button এ Click কোরে OK কোরুন। এখন Folder rename কোরুন। **ধন্যবাদ**
ITS so Funny
ড্রাইভের আইকন
ইচ্ছে মত বদলে ফেলুন আপনার ড্রাইভের আইকন
ড্রাইভের আইকন চেঞ্জ করার জন্য প্রয়োজন Autorun.inf ফাইল এবং আপনার পছন্দ মত একটি আইকন।
ধরুন আপনার আইকনটির নাম MY ICON
এবার Autorun.inf ফাইল তৈরি করার জন্য একটি নোটপ্যাড খুলে নিচের সংকেত গুলো লিখুন এবং Autorun.inf নামে সেভ করুন।
[autorun]
ICON=MY ICON.ico
***********************
দেখবেন Autorun.inf ফাইল তৈরি হয়ে গেছে।
এবার আপনার পছন্দের আইকন এবং autorun ফাইলটি আপনার পছন্দের ড্রাইভে পেষ্ট করুন।
ফাইল দুটি হিভেন করে কম্পিউটার রিস্টাট করলে দেখবেন আপনার ড্রাইভের আইকন চেঞ্জ হয়েগেছে।
এভাবে আপনার সব ড্রাইভের আইকন ইচ্ছে মত চেঞ্জ করতে পারেন।
ইচ্ছে মত বদলে ফেলুন আপনার ড্রাইভের আইকন
ড্রাইভের আইকন চেঞ্জ করার জন্য প্রয়োজন Autorun.inf ফাইল এবং আপনার পছন্দ মত একটি আইকন।
ধরুন আপনার আইকনটির নাম MY ICON
এবার Autorun.inf ফাইল তৈরি করার জন্য একটি নোটপ্যাড খুলে নিচের সংকেত গুলো লিখুন এবং Autorun.inf নামে সেভ করুন।
[autorun]
ICON=MY ICON.ico
***********************
দেখবেন Autorun.inf ফাইল তৈরি হয়ে গেছে।
এবার আপনার পছন্দের আইকন এবং autorun ফাইলটি আপনার পছন্দের ড্রাইভে পেষ্ট করুন।
ফাইল দুটি হিভেন করে কম্পিউটার রিস্টাট করলে দেখবেন আপনার ড্রাইভের আইকন চেঞ্জ হয়েগেছে।
এভাবে আপনার সব ড্রাইভের আইকন ইচ্ছে মত চেঞ্জ করতে পারেন।
Thursday, October 28, 2010
Free FAX
বিনা মূল্যে Internet থেকে FAX পাঠান
আমরা বিভিন্ন কাজে FAX ব্যবহার করে থাকি। FAX পাঠাতে টাকা ও FAX যন্ত্রের দরকার। কিন্তু আপনি যদি এসব ছারাই FAX পাঠাতে পারেন অনলাইন থেকে তাও আবার বিনামূল্যে। খুব সন্দর হবে। এজন্য বেশি কষ্ট করতে হবে না। শুধু মাত্র নিচের লিঙ্কে ক্লিক করুন।এখান Sender Information: এ আপনার তথ্য এবং Receiver Information: এ যেখানে যাবে তার তথ্য দিন। Fax Information: থেকে আপনার ফাইলটি Upload করুন এবং যা লিখবার লিখুন । সবশেষে Free Fax থেকে Send free fax now ক্লিক করুন। আপনি প্রতি দিন ২টি করে Fax পাঠাতে পারেন।
ফ্রি Fax পাঠাতে চাইলে ক্লিক করুন
http://www.freefax.com/
http://www.faxdigits.com/
আমরা বিভিন্ন কাজে FAX ব্যবহার করে থাকি। FAX পাঠাতে টাকা ও FAX যন্ত্রের দরকার। কিন্তু আপনি যদি এসব ছারাই FAX পাঠাতে পারেন অনলাইন থেকে তাও আবার বিনামূল্যে। খুব সন্দর হবে। এজন্য বেশি কষ্ট করতে হবে না। শুধু মাত্র নিচের লিঙ্কে ক্লিক করুন।এখান Sender Information: এ আপনার তথ্য এবং Receiver Information: এ যেখানে যাবে তার তথ্য দিন। Fax Information: থেকে আপনার ফাইলটি Upload করুন এবং যা লিখবার লিখুন । সবশেষে Free Fax থেকে Send free fax now ক্লিক করুন। আপনি প্রতি দিন ২টি করে Fax পাঠাতে পারেন।
ফ্রি Fax পাঠাতে চাইলে ক্লিক করুন
http://www.freefax.com/
http://www.faxdigits.com/
Wednesday, October 27, 2010
http://mobilethink.com/grameenphone/external/wizard.form
আপনি নিজেই Phone Automatic Configuration পাঠান
গ্রামীণফোনের ইন্টারনেট মোবাইলে চালু করতে হলে প্রথমে সিমে নেট চালু করার পর Grameen Phone Automatic Configuration চালু করতে হয়।। সেজন্য আপনাকে সময় এবং টাকা দুটোই ব্যয় হবে। এখন আপনি বিনা খরচায় Phone Automatic Configuration চালু করতে পারবেন। সেজন্য আপনাকে এই সেজন্য আপনাকে গ্রামীণফোনের কাস্টমার ম্যানেজার অথবা SMS এর মাধ্যমে Phone Automatic Configuration চালু করতে হয়http://mobilethink.com/grameenphone/external/wizard.form ঠিকানায় গিয়ে সেটের নাম, মডেল নম্বর, সেটিংস টাইপ, ফোন নাম্বার গুলো পুরণ করে দিলেই সমাধান। এখনই চেষ্টা করে দেখুন।
গ্রামীণফোনের ইন্টারনেট মোবাইলে চালু করতে হলে প্রথমে সিমে নেট চালু করার পর Grameen Phone Automatic Configuration চালু করতে হয়।। সেজন্য আপনাকে সময় এবং টাকা দুটোই ব্যয় হবে। এখন আপনি বিনা খরচায় Phone Automatic Configuration চালু করতে পারবেন। সেজন্য আপনাকে এই সেজন্য আপনাকে গ্রামীণফোনের কাস্টমার ম্যানেজার অথবা SMS এর মাধ্যমে Phone Automatic Configuration চালু করতে হয়http://mobilethink.com/grameenphone/external/wizard.form ঠিকানায় গিয়ে সেটের নাম, মডেল নম্বর, সেটিংস টাইপ, ফোন নাম্বার গুলো পুরণ করে দিলেই সমাধান। এখনই চেষ্টা করে দেখুন।
Subscribe to:
Posts (Atom)