Monday, November 29, 2010

পেনড্রাইভ ফরমেট না হলে

সব সময় পেন ড্রাইভ ফরমেট করার প্রয়োজন হয় কিন্ত ফরমেট করতে গেলে নানা রকম এরর মেসেজ আসে ফলে সহজে পেন ড্রাইভ ফরমেট করা যায় না।আজ আমি আপনাদের এই
সব পেন ড্রাইভ কিভাবে ফরমেট করতে হয় তা জানাব।

পদ্ধতি ১:
(১)প্রথমে My computer এ যেয়ে right click করুন।
(২)তারপরে Manage এ ক্লিক করুন।দেখবেন computer Management window
আসবে।
(৩)এবার Diskmanagement এ ক্লিক করুন।
দেখবেন আপনার ড্রাইভ গুলো শো করছে।
(৪)এবার আপনার পেনড্রাইভ সিলেক্ট করে রাইট ক্লিক করুন।
(৫)তারপরে Fomat এ ক্লিক করুন।

পদ্ধতি ২:
(১)প্রথমে স্টাট বাটন থেকে রানে ক্লিক করুন
(২)তারপরে cmd লিখুন
(৩)এবার কমান্ড প্রমপ্টের মধ্যে লিখুন
convert g:/fs:ntfs লিখে ইন্টার চাপুন।
[এখানে g আপনার পেনড্রাইভের ড্রাইভ লেটার]
(৪)এর পরে পেনড্রাইভ নরমাললি ফরমেট করুন ।

পদ্ধতি ৩:
(১)রান অপশনে যেয়ে Regedit লিখুন
(২)তারপরে যান Mycomputer>HKEY_LOCAL_MACHINE>SYSTEM>CurrentControlset>Control>Storage Device Policies
(৩)ডিলেট করুন Storage Device Policies এই অপশনটি।
(৪)তারপর নরমাললি পেনড্রাইভ ফরমেট করুন।

আশা করছি উপরের দেওয়া পদ্ধতি গুলো দিয়ে আপনি আপনার পেনড্রাইভ ফরমেট করতে পারবেন।এর মধ্যে প্রথম দুইটি পদ্ধতি দিয়ে আপনি আপনার পেনড্রাইভ ফরমেট দেওয়ার চেষ্টা করবেন।আর ৩ নং পদ্ধতিটি পেনড্রাইভ রাইট প্রোটেকটেড হয়ে গেলে কাজে লাগে।এরপরও যদি কাজ না হয় তাহলে সেফ মুডে যেয়ে
পেনড্রাইভ ফরমেট দেওয়ার চেষ্টা করবেন তাও যদি না হয়
তাহলে লিনাক্স বা এর কোন ডিষ্ট্রো দিয়ে চেষ্টা করে দেখতে
পারেন।এরপরও যদি না হয় তাহলে আর কি বলব?আপনাদের জানা কোন পদ্ধতি থাকলে জানিয়েন।
তবে পেনড্রাইভ যত ফরমেট না দেওয়া
যায় ততই ভাল।একটু সতর্কতার সাথে ব্যবহার করলে
পেনড্রাইভ ফরমেট দেওয়া লাগবেনা।

মিসড কল অ্যালার্ট

মিসড কল অ্যালার্ট সার্ভিসের কাজ হল ফোন বন্ধ থাকা অবস্থায় মিসড কলের লিস্টটা জানানো। কিন্তু, এটাকে একটু কনফিগার করে নিলেই আপনি এর মাধ্যমে রিয়েল টাইম কলের অ্যালার্ট পেতে পারেন। যেমন ধরুন, এমন একজন আপনাকে এখন কল করবে যার সাথে আপনি এখন কথা বলতে চাচ্ছেন না। মোবাইল যদি বন্ধ রাখেন তাহলে তার কলের সাথে অন্যদের কলও আপনি রিসিভ করতে পারবেন না। অন্যরা কে কে কল করেছিল সেটা জানতে পারবেন একেবারে মোবাইল অন করার পর। এতে আপনার অনেক দরকারী কলও সময়মত পাবেন না। আসুন এই অসুবিধাটা দূর করি!
মিসড কল অ্যালার্ট সার্ভিস আসলে কলকে একটা নির্দিষ্ট নাম্বারে ডাইভার্ট করে দেয়। ডাইভার্ট কন্ডিশনটা থাকে "IF UNREACHABLE” ডাইভার্ট টু xxxxxxxxxxx। এখন আপনার কাজ হল, If unreachable এর পরিবর্তে All calls কে ঐ নাম্বারে ডাইভার্ট করা। আমি গ্রামীণের সার্ভিস ব্যবহার করি। এটা 01700006223 তে ডাইভার্ট করে। All calls এই নাম্বারে ডাইভার্ট করতে ডায়াল করুন *002*01700006223# কাজ শেষ। এখন আপনার ফোন চালু থাকলেও কেউ কল করলে বন্ধ পাবে। কিন্তু আপনি সাথে সাথে মিসড কল অ্যালার্ট পাবেন (যেহেতু আপনার মোবাইল চালু আছে)। দরকারী কোন কল হলে সাথে সাথে কলব্যাক করতে পারবেন। আর যার কল তখন রিসিভ করতে চান না সে দেখবে আপনার ফোন বন্ধ! কলব্যাক করা আপনার ইচ্ছা!!!
এটা গ্রামীণের কথা। অন্য অপারেটরের ক্ষেত্রে আপনাকে দেখতে হবে কোন নাম্বারে ডাইভার্ট করা হচ্ছে। চেক করতে ডায়াল করুন *#62# তাহলেই কোন নাম্বারে ডাইভার্ট করা আছে দেখাবে। তারপর আগের মতই *002*xxxxxxxxxxxx#
আপনি চাইলে নাম্বার বিজি থাকলে তখন আসা কলগুলোরও অ্যালার্ট পেতে পারেন! (কল ওয়েটিং চালু না থাকলে)। সেক্ষেত্রে ডায়াল করুন *67*xxxxxxxxxxxxxxxxx# দুটো একসাথেও চালু রাখতে পারেন!
আবার আগের অবস্থায় ফিরতে চাইলে (মানে স্বাভাবিক ভাবে কল রিসিভ করতে চাইলে) প্রথম * এর পরিবর্তে # লিখে একই ভাবে ডায়াল করুন। অর্থাৎ #002*xxxxxxxxxxxx# বা #67*xxxxxxxxxxxxxxxxx#
সূত্র: http://www.somewhereinblog.net/blog/freedom71/29024500

সমরেশ মজুমদারের ৩৩ টি বই

সমরেশ মজুমদার বিখ্যাত ভারতীয় বাঙালি ঔপন্যাসিক। তাঁর অনেক রচনাতেই উত্তরবঙ্গের কথা ঘুরে ফিরে আসে । তিনি বেশ কিছু সফল টিভি সিরিয়ালের কাহিনীকার । তাঁর সৃষ্ট একটি গোয়েন্দা চরিত্র অর্জুন । উত্তরাধিকার, কালবেলা এবং কালপুরুষ তাঁর একটি উপন্যাস ত্রয়ী । তাঁর সমসাময়িক অন্য লেখকদের নিয়ে লেখা তাঁর বই কইতে কথা বাধে । তিনি প্রায় শতাধিক বই লিখেছেন।
আমার সংগ্রহে সমরেশ মজুমদারের ৩৩টি বই আছে। তাহলে দেরী না করে এখনি ডাউনলোড করুন এখান থেকে http://www.banglabooks.tk/2010/05/downl … books.html

ড্রাইভ লুকানোর একটি বিকল্প পদ্ধতি

যদি আপনার কোন প্রয়োজনীয় ডকুমেন্ট নির্দিষ্ট কোন ড্রাইভে থেকে থাকে তাহলে কিংবা অন্য কোন কারণে (সবার সাথে শেয়ার না করতে চাইলে), আপনি যদি চান যে কোন ড্রাইভই নিমেষের মধ্যেই লুকিয়ে
ফেলে অন্যদের হাত থেকে সুরক্ষিত রাখতে পারেন।

ড্রাইভ লুকিয়ে ফেলার পদ্ধতি (যেমন ধরুন- Registry Editor, Group Policy Editor ব্যবহার করে) কমবেশি আমরা প্রায় সকলেই জানি। কিন্তু আজকে আমি আপনাদের সাথে diskpart এর মাধ্যমে ড্রাইভ লুকানোর পদ্ধতি শেয়ার করব।
নিচে Diskpart এর মাধ্যমে ড্রাইভ লুকানোর পদ্ধতিগুলি পরপর দেওয়া হল :-
undefined

১) প্রথমে Diskpart খোলার জন্য Start > Run-এ ক্লিক করুন অথবা, উইন্ডোজ+R চেপে Run এ গিয়ে Diskpart লিখে এন্টার দিন।
২) নিচের ছবির মত একটি ডস উইন্ডো (Diskpart) ওপেন হবে।
diskpart
৩) ওখানে ড্রাইভের লিস্ট দেখার জন্য list volume লিখে এন্টার দিন।
৪) এবার যে ড্রাইভটি লুকাতে চান সেটি সিলেক্ট করুন।
উদাহরন :- আপনি যদি D ড্রাইভটি লুকাতে চান তাহলে, select volume 2 লিখে এন্টার দিন।

৫) সিলেক্ট করার পর ড্রাইভটি লুকানোর জন্য remove letter drivename লিখে এন্টার দিন।
উদাহরন :- আপনি যদি D ড্রাইভটি লুকাতে চান তাহলে, remove letter D লিখুন।

৬) ব্যস হয়ে গেল।
চেক করে দেখুন, D ড্রাইভটি আর দেখতে পাবেন না। Diskpart D ড্রাইভটিকে মুছে ফেলেছে।

ও হ্যাঁ চিন্তার কিন্তু কোন কারণ নেই, আপনার সমস্ত ডকুমেন্ট নিরাপদে সংরক্ষিত থাকবে।
৭) ড্রাইভ লুকানো তো হল,
এবার পূর্বের অবস্থায় আনতে চাইলে আপনাকে সম্পূর্ণ পদ্ধতিটা আবার অনুসরণ করতে হবে
শুধুমাত্র চতুর্থ ধাপে এসে remove letter এর জায়গায় assign letter বসাতে হবে……ব্যস।

৮) প্রয়োজনে নিচের চিত্রটি অনুসরণ করুন :-
diskpart003

Wednesday, November 10, 2010

নিজের ওয়েব সাইট যুক্ত করুন গুগলে

আপনি গুগল খুলে আপনার নাম TONOY বা মোবাইল নং (01722809999) লিখলেন এবং সার্চ বাটনে ক্লিক করে দেখলেন আপনার ওয়েবসাইট সম্পের্ক তথ্য দিচ্ছে গুগল। তাহলে কেমন লাগবে! আপনার শখের বসে বা প্রয়োজনে তৈরী করা ওয়েবসাইট আপনি গুগলে যুক্ত করতে পারেন কোন খরচ বা ঝামেলা ছাড়াই। তাতে অন্য কেউ আপনার ওয়েবসাইটের বিষয় অনুসারে খুঁজে পাবে। অর্থাৎ গুগলে আপনার দেওয়া পছন্দের কীওয়ার্ড দ্বারা সার্চ করলে আপনার ওয়েবসাইটের তথ্যসহ ওয়েবসাইটের ঠিকানা চলে আসবে। আপনি ইংরেজীর পাশাপাশি বাংলাতে কীওয়ার্ড লিখতে পারেন তাতে বাংলাতে আপনার ওয়েব সাইট খুঁজে পাওয়া যাবে।যেভাবে যুক্ত করবেন: এজন্য প্রথমে গুগলের এই www.google.com/addurl সাইটে ঢুকুন। ইয়াহুতে যোগ করতে http://dir.yahoo.com/ ইয়াহু সার্চ ইঞ্চিনে যোগ করতেঃ http://siteexplorer.search.yahoo.com/submit বিং সার্চ ইঞ্চিনে যোগ করতেঃ http://www.bing.com/docs/submit.aspx ওয়েব ডাইরেক্টরী তে সাইট যোগ করতেঃ http://www.webdirectory.com/ এবার URL: অংশে আপনার ওয়েব ঠিকানা দিন। আপনার ওয়েব ঠিকানা যদি www.tonoyr.blogspot.com হয় তাহলে আপনাকে www.tonoyr.blogspot.com লিখতে হবে। এবার Comments: অংশে কীওয়ার্ড লিখুন। এখানে আপনি আপনার নাম এবং ওয়েবসাইট সম্পের্ক (বিষয় এবং আনুসাঙ্গিক) তথ্য দিনে পারেন। এরপরে Optional: অংশের ছবিতে থাকা টেক্সট নিচের টেক্সট বক্সে লিখে Add URL বাটনে ক্লিক করলে আপনার সাইট যুক্ত হয়েছে নিশ্চিত করবে।এ মূহুর্তে আপনি সার্চ করলে আপনার সাইট পাবেন না। অন্ততঃ কয়েক দিন পরে সার্চ করে দেখুন, কি অপেক্ষা করছে গুগলে আপনার জন্য।

TypingMaster Pro

নতুনদের টাইপিং শিখা ও দ্রুত টাইপিং শিখার জন্য TypingMaster সফটটি কে আমরা সবাই চিনি। কিন্তু TypingMaster ট্রায়াল ভার্সন হওয়ায় দুই এক lesson শিখা যায়। এবার TypingMaster দিয়ে সব lesson শিখুন। এখান থেকে full version Download করুন।

Wednesday, November 3, 2010

যে কোন অক্ষর বা শব্দকে ছবিতে রুপান্তর করুন


বন্ধুরা, ছবি সাজিয়ে কখনো নিজের নাম লিখেছেন?? অথবা কাউকে জন্মদিনের শুভেচ্ছা পাঠিয়েছেন??? ভাবছেন এত ঝামেলা করে কে করবে। নাহ, কোন ঝামেলার দরকার নেই। আজকে আপনাদেরকে এমন একটা ওয়েব সাইটের ঠিকানা দেব যেখানে গিয়ে আপনি যা লিখবেন তাই ছবিতে কনভার্ট হয়ে যাবে। আর বেশী কিছু ভুমিকা করবনা। তাহলে চলে যান http://www.imagespeller.com/ এ।