Saturday, December 18, 2010

বাংলাকে জানুন, বাংলাকে বুঝুন বাংলাদেশের Rangpur Division its my division , ট্রাই করে দেখুন ভাল লাগবে

Rangpur Division
1. DINAJPURhttp:// www.dcdinajpur.gov.bd

2. GAIBANDHA www.dcgaibandha.gov.bd

3. KURIGRAM www.dckurigram.gov.bd

4. LALMONIRHAT www.dclalmonirhat.gov.bd

5. NILPHAMARI www.dcnilphamari.gov.bd

6. PANCHAGARH www.dcpanchagarh.gov.bd

7. RANGPUR www.dcrangpur.gov.bd

Sunday, December 12, 2010

পাওয়ার পয়েন্টের স্লাইডকে ফ্লাশে রূপান্তর

( For Your office & varsity Doing Work )

বিভিন্ন প্রয়োজনে আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের স্লাইড তৈরী করে থাকি। এই পাওয়ার পয়েন্টের স্লাইডগুলোক সাধারণত অন্য কোন সফটওয়্যারে খোলা যায় না বা অন্য ফরম্যাটে রূপান্তর করা যায় না। কিন্তু আপনি চাইলে পাওয়ার পয়েন্টের স্লাইডগুলোকে শকওয়েভ ফ্লাশে রূপান্তর করতে পারেন। অথোর পয়েন্ট লাইট সফটওয়্যার দ্বারা পাওয়ার পয়েন্টের সকল ভার্সনের মূল বা স্লাইড এক্সটেনশনের (.ppt, .pps, .pptx এবং .ppsx ফরম্যাটের) ফাইলগুলোকে শকওয়েভ ফ্লাশ .swf ফরম্যাটের রূপান্তর করা যাবে। রূপান্তর হলে একটি ফোল্ডারে এগুলো আলাদা আলাদা শকওয়েভ ফ্লাশ ফাইলে থাকবে এবং মূল একটি শকওয়েভ ফ্লাশ ফাইল তৈরী হবে সাথে একটি এইচটিএমএল ফাইল তৈরী হবে। এছাড়াও ফ্লাশের এই ফাইলগুলো অথোর স্ট্রিম (www.authorstream.com) এবং উইজিকে (www.wiziq.com) আপলোড করা যাবে। যা অন্যদের সাথে শেয়ারও করা যাবে। ৪.২১ মেগাবাইটের ফ্রি এই সফটওয়্যারটি www.authorgen.com থেকে ডাউনলোড করতে পারেন।

Unlimited hindi & english  (সংগ্রহে রাখুন কাজে লাগবে)।

হিন্দি এবং ইংলিশ মুভি ডাউনলোড করুন নিচের সাইট থেকে যত খুশি তত। এখানে লেটেষ্ট মুভি সহ প্রায় সব মুভিই পাওয়া যায় এবং ডাউনলোড করাও খুব সহজ। সব মুভি গুলোই প্রাই 300-500 MB এর মধ্যে এবং কোয়ালিটি দেখলেই বুঝতে পারবেন কত সুন্দর। তাহলে আর কি ডাউনলোড শুরু করে দেন এই সাইট থেকে http://www.esourceindia.com/ ভাল লাগলে অবশ্যয় মন্তব্য করবেন, এতে আমাদের উত্‍সাহ আরও বেড়ে যায়। Try its Now.............................
Good Night EveryBody

Thursday, December 9, 2010

Unlimited free sms পাঠান যে কোন নাম্বরে কোন রেজিষ্টেশন ছাড়াই।

ইন্টারনেট থেকে খুব সহজেই আপনি আনলিমিটেড SMS পাঠাতে পারেন যে কোন নম্বরে। এর জন্য নিচের সাইটটিতে গিয়ে SMS লিখুন এবং আপনার পছন্দের নম্বরে পাঠিয়ে দিন। এই সাইটটিতে কোন রেজিষ্টেশন করতে হয় না। সাইটটি হচ্চে http://for-ever.us আমার লেখাটি ভাল লাগলে অবশ্যয় মন্তব্য করবেন আর দোয়া করবেন যেন আপনাদের কে আরও ভাল কিছু তথ্য দিতে পারি।